সুবন্ধু
২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কাল উপলক্ষে সবাইকে জানাই অভিবাদন। উন্নয়নের সর্বস্তরে নারীর অবদান ও ত্যাগ জাতির অগ্রগতির অন্যতম শক্তি। শত প্রতিকূলতার মাঝেও দেশ যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে তার অন্যতম কারণ উণ্নয়নের সব ক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণ। অথচ আজও নারী ও কন্যা শিশুরা প্রতিনিয়ত নির্মম সহিংসতার শিকার হচ্ছে, তাই এর বিরুদ্ধে সকলের সোচ্চার হওয়া প্রয়োজন।
আসুন না! এই দিনে শপথ নিই নির্যাতন বন্ধের জন্য আমাদের দৃষ্টিভঙ্গী বদলানো সহ নিজের আচরনকেই প্রথমে শুদ্ধ করি।
শুভেচ্ছান্তে,
পল্লীশ্রী, দিনাজপুর।